আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৪ Mar ২০২৫
  • / পঠিত : ৭ বার

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) ভোরে উপজেলার গাজিরভিটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আব্দুল মান্নান উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, আব্দুল মান্নানের বিভিন্ন অপকর্মসহ এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও নির্যাতনের কারণে তার বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ ছিল। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জুয়েল আরেং সংসদ সদস্য হওয়ার পর মান্নানের দাপট বহুগুণে বেড়ে যায়। এক রকম লগি-বৈঠা নিয়ে কেন্দ্র দখল করে চেয়ারম্যান হয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতন হলেও তিনি এলাকায় বীরদর্পে চলতেন।

গাজিরভিটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এমদাদুল হক বলেন, মান্নানের নিজের বলতে কিছুই ছিল না। অনিয়ম, দুর্নীতি আর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ব্যাপক অর্থবিত্তের মালিক হয়ে যান তিনি। কেন্দ্র দখল করে ভোট চুরির মাধ্যমে চেয়ারম্যান হয়েছিলেন। জমি দখল, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। মান্নান গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

ময়মনসিংহের আদালত পরিদর্শক মো. মোস্তাছিনুর রহমান বলেন, বিকেলে আব্দুল মান্নানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে মান্নানের নানা অপকর্মের কথা তুলে ধরে তাকে গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। তারা আব্দুল মান্নানের দুর্নীতি তদন্তে দুদকের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba