আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নারীর সঙ্গে ইয়াবা সেবনে মত্ত মাদকদ্রব্য অধিদফতরের কর্মকর্তা!

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১১ Mar ২০২৫
  • / পঠিত : ৫ বার

নারীর সঙ্গে ইয়াবা সেবনে মত্ত মাদকদ্রব্য অধিদফতরের কর্মকর্তা!

: পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকারের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ছবিতে দেখা যায়, বাবুল সরকার একটি বেডরুমে খাটের ওপর খোলামেলা পোশাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবনে মত্ত রয়েছেন। তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে সেবন করছিলেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর বাবুল সরকারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার কার্যালয়েও তালা ঝুলতে দেখা গেছে এবং অফিসের অন্য কর্মচারীরাও এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

পিরোজপুরের সুশীল সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “অদ্ভুত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ”।

এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, বিষয়টি তার নজরে আসেনি। তবে তিনি ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba