আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ভোলায় প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১২ Mar ২০২৫
  • / পঠিত : ৩ বার

ভোলায় প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

: চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ ও পর্নোগ্রাফির মামলার ৪ নম্বর আসামি মো. শরীফকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার ভোর ৪টায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরে আলমের ছেলে।

র‌্যাব-৮ জানায়, ২০২৪ সালের ৬ মার্চ ১৯ বছর বয়সি এক তরুণীকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নম্বর ওয়ার্ডে আজাহার মাস্টার বাড়ির উত্তর পাশে মেঘনা নদীর তীরে মো. নিবিড়, মো. আক্তার, ইসমাইল, মো. শরীফ ও মো. মনির হোসেন জোরপূর্বক গণধর্ষণ করে। এ সময় মো. শরীফ তার ফোনে গণধর্ষণের ভিডিও ধারণ করে। ভিডিওটি এক বছর পর শরীফের নিজের ফেসবুকে পোস্ট করলে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই তরুণী বাদী হয়ে ৫ জনকে আসামি করে ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আইচা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভুঁইয়া জানান, মামলার ৪ নম্বর আসামিকে র‌্যাব-৮ থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba