আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মুক্তিপণ না পেয়ে ৯ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা, আটক ৩

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১২ Mar ২০২৫
  • / পঠিত : ২ বার

মুক্তিপণ না পেয়ে ৯ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা, আটক ৩

: লালমনিরহাটে সদর উপজেলায় অপহরণ করে মুক্তিপণের টাকা না পেয়ে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থী শাকিলকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ মার্চ) লালমনিরহাট সদর এ সার্কেল (এসপি) ফজলুল হক এ তথ্য জানান। এর আগে, এদিন বিকেলে উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে একটি সেপটিক ট্যাংকের ভিতর থেকে ৯ বছরের শিশু শাকিলের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল শাকিল। রাতে একটি নম্বর থেকে কল দিয়ে শাকিলের পরিবারের কাছে ৩ লাখ টাকা দাবি করা হয়। পরে শাকিলের পরিবার সেই নম্বর সদর থানায় দিলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ সেই নম্বর ব্যবহারকারী সোহান (১৮) ও তার বাবা ও মাকে আটক করে।

রাতভর জিজ্ঞাসাবাদে বিভিন্ন রকম তথ্য দিয়ে সর্বশেষ তারা শাকিলকে হত্যা করার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার বিকেল থেকে লালমনিরহাট সদর থানার পুলিশ, ডিবি পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় সোহানের বাড়ির পিছনের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করার সময় আশপাশের মানুষের আহাজারিতে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। ময়নাতদন্তের জন্য শাকিলের মরদেহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শাকিলের বাবা শফিকুল ইসলাম তিনি তার আরেক সন্তান নিয়ে চট্টগ্রামের থাকেন। শাকিলের মা একজন দৃষ্টিপ্রতিবন্ধী নারী। শাকিল তার নানীর সঙ্গে লালমনিরহাটে থাকতো এবং পার্শ্ববর্তী একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়তো।

এ বিষয়ে এসপি ফজলুল হক জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় তিনজনকে আটকের পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্যমতে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba