আজঃ রবিবার ১৬-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, জাতিসংঘের মহাসচিব

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৫ Mar ২০২৫
  • / পঠিত : ১ বার

আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, জাতিসংঘের মহাসচিব

এসবিনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।


শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এদিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন আন্তোনিও গুতেরেস। 

সালাহউদ্দিন আহমেদের ভাষ্যমতে, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের বিষয়ে বিএনপি নেতাদেরকে জাতিসংঘের মহাসচিব বলেছেন, আপনারা কতটা রিফর্ম (সংস্কার) করবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বৈঠকে জাতিসংঘের মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, জাতিসংঘের তরফ থেকে আমাদের বলেছে, সংস্কার কী হবে, সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।

বৈঠকে রাজনৈতিক নেতাদের মধ্যে আরও অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba