আজঃ মঙ্গলবার ১৮-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

উপহার নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক শামসুদ্দিনের বাড়িতে ডিসি

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৭ Mar ২০২৫
  • / পঠিত : ১৩ বার

উপহার নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক শামসুদ্দিনের বাড়িতে ডিসি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া যশোরের জীবিত যোদ্ধা ল্যান্স করপোরাল শামসুদ্দিনের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

সোমবার (১৭ মার্চ) বিকেলে শহরের পুলিশ লাইন টালিখোলায় ওই যোদ্ধার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

১০১ বছর বয়সী এই যোদ্ধা ১৯৪২ সালে ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। পরে অবসর নেন ১৯৪৮ সালে।

তিনি পাকিস্তান সেনাবাহিনী এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন বলে জেলা প্রশাসক ও ল্যান্স করপোরাল শামসুদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান, তিনি দুপুরে প্রথমবারের মতো জেলা সশস্ত্র বোর্ডের সভায় যান। সেখানে গিয়ে জানতে পারেন, যশোর শহরের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া একজন জীবিত সৈনিক আছেন। পরে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিকেলে ওই সৈনিকের খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে যান।

এসময় ল্যান্স করপোরাল শামসুদ্দিনের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ঈদসামগ্রী ও পোশাক কেনার জন্যে ১০ হাজার টাকা তুলে দেন ডিসি।

জেলা প্রশাসক জানান, ল্যান্স করপোরাল শামসুদ্দিন তার জীবনে ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি বিরল সম্মানের অধিকারী।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba