আজঃ মঙ্গলবার ১৮-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে কোটি টাকা ছিনতাই

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৭ Mar ২০২৫
  • / পঠিত : ১৪ বার

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে কোটি টাকা ছিনতাই

: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক কোটি ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার ও তার চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা টাকা ছিনিয়ে নেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ভাটারা থানা এলাকার একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজিম উদ্দিন ও একই কোম্পানির মাইক্রোবাস চালক মামুন শেখ (৪৫) গত শনিবার দুপুরে ঢাকার মতিঝিল জীবন বিমা ভবনে থাকা সিটি ব্যাংকের কর্পোরেট শাখা হতে ১ কোটি দশ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুরের ওই কোম্পানির একটি শাখার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ পার হতেই পেছনে থাকা সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডারযোগে ৬ সদস্যের একটি ডাকাত গ্রুপ তাদের গাড়ির গতিরোধ করে। 

পরে ডাকাত সদস্যরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগী ম্যানেজারকে গাড়িটি তল্লাশির কথা বলেন। একপর্যায়ে ডাকাত সদস্যরা ভুক্তভোগীদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেধে ও হ্যান্ডকাফ পড়িয়ে মাইক্রোবাসযোগে বিভিন্ন স্থানে ঘুরিয়ে অপরিচিত একটি স্থানে থামিয়ে কোম্পানির মাইক্রোবাসে থাকা দুটি ব্যাগের ১ কোটি ১০ লাখ ও ভুক্তভোগীদের সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ম্যানেজার মো. নাজিম উদ্দিন। তিনি জানান, তাদের কোম্পানির মালিক দেশের বাইরে থাকায় চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়।

এ ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, তিনি ঘটনার বিষয়ে কিছু জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এটি রহস্যজনক ঘটনা। ঘটনাস্থলে কোন সিসিটিভি না থাকায় ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্তের কাজ শুরু করেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba