আজঃ বুধবার ২৬-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৩ Mar ২০২৫
  • / পঠিত : ৪ বার

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার নতুন বাজার খেলার মাঠ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান (২২) এবং ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া (২৫)।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাসেল মিয়া গ্যারেজে মোটরসাইকেলের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। আজ সকালে অনন্ত খান তার মোটরসাইকেল মেরামত করতে রাসেলের গ্যারেজে নিয়ে আসেন। এরপর দুপুরে মোটরসাইকেলটি মেরামত করে চালিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অনন্ত। এ সময় তার পেছনে বসে ছিলেন মিস্ত্রি রাসেল। স্থানীয় নতুন বাজার খেলার মাঠ সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। গুরুতর আহত রাসেলসহ সড়কে পড়ে থাকা আহত আরও একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেলে রাসেল মারা যান।

ওসি কামাল হোসেন বলেন, ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba