আজঃ মঙ্গলবার ০১-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোর সীমান্তে মাদকসহ আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৯ Mar ২০২৫
  • / পঠিত : ১২ বার

যশোর সীমান্তে মাদকসহ আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ, পোশাক সামগ্রী ও কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ মার্চ) এসব পণ্য আটক করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল, শাহজাদপুর, পাঁচপীরতলা, আন্দুলিয়া, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এসময় ভারতীয় ফেনসিডিল, গাঁজা, পাতার বিড়ি, শাড়ি, থ্রি-পিস, তৈরি পোশাক সামগ্রী, চকলেট, আতশবাজি, ওষুধ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করা হয়। এসব মালামালের মূল্য দুই কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৬৩৫ টাকা। এগুলো যশোর ও বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba