আজঃ মঙ্গলবার ০১-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মাদারীপুরে রশি দিয়ে বেঁধে পিটিয়ে কুমির হত্যা

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৯ Mar ২০২৫
  • / পঠিত : ১২ বার

মাদারীপুরে রশি দিয়ে বেঁধে পিটিয়ে কুমির হত্যা

মাদারীপুরে ফাঁদ পেতে একটি কুমির ধরে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। শনিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পালরদী নদীতে বেশ কিছুদিন ধরে একটি কুমির দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনও মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়। এরপর স্থানীয়রা সতর্ক অবস্থানে থাকেন।

শনিবার কালকিনির নতুন আন্ডারচরের পালরদী নদীর সংযোগ খালে কুমির দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিভিন্ন কৌশলে কুমিরকে আটকে ফেলেন। একপর্যায়ে রশি দিয়ে বেঁধে কুমিরটিকে পিটিয়ে হত্যা করে উৎসুক জনতা।


কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, উৎসুক জনতা কুমিরকে পিটিয়ে মেরে ফেলছে। কিন্তু বন্যপ্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba