আজঃ শনিবার ১৯-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বাংলাদেশে ব্যবসার বিনিয়োগের আগ্রহী পাকিস্তানের এনগ্রো

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ১৮ বার

বাংলাদেশে ব্যবসার বিনিয়োগের আগ্রহী পাকিস্তানের এনগ্রো

এসবিনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে। বিশেষ করে টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

আবদুল সামাদ দাউদ বলেন, আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী এবং শিল্প প্রবৃদ্ধিতে ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রে আমরা বড় প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই ও দূরদর্শী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত। যা আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে।

এ সময় আবদুল সামাদ দাউদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন। 

তিনি বলেন, বিডা সম্মেলনে একটি মানবিক স্পর্শ ছিল— এটি আন্তরিক, অতিথিপরায়ণ এবং লক্ষ্যনির্ভর মনে হয়েছে। সেই সঙ্গে এক ছাদের নিচে এতগুলো শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে অভিভূত হয়েছি।

ড. ইউনূস এনগ্রোর নেতৃত্বকে আবারও বাংলাদেশ সফর করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ দেখতে উৎসাহিত করে বলেন, আমি আপনাদেরকে আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ অনেক কিছু দিতে পারে— শুধু বিনিয়োগকারীদেরই নয়, পুরো বিশ্বকে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba