আজঃ মঙ্গলবার ১৫-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরের চৌগাছায় কৃষকের প্রবাসী ছেলের সেই তিন গরু উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৩ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৪৫ বার

যশোরের চৌগাছায় কৃষকের প্রবাসী ছেলের সেই তিন গরু উদ্ধার

যশোরের চৌগাছায় চাঞ্চল্যকর কৃষকের সামনে থেকে প্রবাসী ছেলের গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে থানা পুলিশ। মাত্র একদিনের ব্যবধানে উপজেলার দেবালয় পশ্চিম মাঠ থেকে জোরপূর্বক নিয়ে যাওয়া তিনটি গরু উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে গরুগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গরুগুলো মালিক কৃষক ওমর আলীর জিম্মায় দেওয়া হয়।
ভুক্তভোগী ওমর আলী চোখের পানি মুছে বলেন, “আল্লাহর রহমতে গরুগুলা ফিরে পাইছি। আমি থানার ওসি স্যারের প্রতি কৃতজ্ঞ, উনি না থাকলে গরুগুলা পেতাম না।”
খবর শুনে প্রবাস থেকে মোবাইলে যোগাযোগ করেন গরুর প্রকৃত মালিক ওমর আলীর ছোট ছেলে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বিদেশে কষ্ট করে টাকা পাঠাইছি গরু পালনের জন্য। যখন শুনলাম গরু নিয়া গেছে, বুকটা ফেটে গেছিল। আজ গরুগুলা ফিরছে, শান্তি লাগতেছে। সাংবাদিক ভাইদের আর পুলিশকে অসংখ্য ধন্যবাদ।”
এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাটি গুরুত্ব সহকারে নিই। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় গরুগুলোর অবস্থান শনাক্ত করি এবং দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হই।”
প্রসঙ্গত, শনিবার দুপুরে দেবালয় পশ্চিম মাঠে স্থানীয় মকফুল হোসেন, আব্বাস আলী ও মিকাইল ইসলামের বিরুদ্ধে গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করেন কৃষক ওমর আলী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়।
চৌগাছা থানার এই সফল অভিযানে একদিকে যেমন গরু ফিরে পেয়ে কৃষক পরিবারে আনন্দের জোয়ার বইছে, অন্যদিকে পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba