আজঃ মঙ্গলবার ২২-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আইএমএফের ঋণের কিস্তিছাড় ইস্যু সমাধানে আশাবাদী গভর্নর

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২০ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ১১ বার

আইএমএফের ঋণের কিস্তিছাড় ইস্যু সমাধানে আশাবাদী গভর্নর

এসবিনিউজবিডি ডেস্ক: ঋণের কিস্তিছাড় নিয়ে আইএমএফের সঙ্গে সৃষ্ট জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

রোববার (২০ এপ্রিল) নিউইয়র্ক সফরে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গভর্নর বলেন, কিস্তিছাড় নিয়ে আইএমএফের সঙ্গে আমাদের পলিসিগত কিছু মতপার্থক্য আছে। আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান হবে বলে আমি আশাবাদী। 

দায়িত্বের আট মাসে দেশের ব্যাংক খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া রিজার্ভ চুরি, অর্থপাচার ও আর্থিক খাতের সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে গত কয়েকমাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাচার হওয়া সম্পদ যত বেশি উদ্ধার করতে পারব, আমাদের হাত তত শক্তিশালী হবে।

সভায় উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, এটাও সত্যি কথা যে, আপনারা হয়তো জানেন কোথায় কার সম্পদ আছে। যেটা আমরা হয়তো ঢাকায় বসে জানতে পারি না। পাচারকারীরা যে পাড়ায় সম্পদ কিনেছে সেই পাড়ার কোনো প্রবাসী হয়তো জানেন যে সেটা কার? এই তথ্যগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারবো। 

বক্তব্যে রিজার্ভ চুরি নিয়ে নিউইয়র্কে চলমান মামলার সবশেষ পরিস্থিতিও জানান গর্ভনর। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba