আজঃ মঙ্গলবার ২২-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সিরাজগঞ্জে মামা-মামি ও মামাতো বোন হত্যা, ভাগ্নের মৃত্যুদণ্ড

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২০ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ১০ বার

সিরাজগঞ্জে মামা-মামি ও মামাতো বোন হত্যা, ভাগ্নের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোনকে হত্যার দায়ে ভাগ্নে রাজিব কুমার ভৌমিককে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২০ এপ্রিল) দুপুর ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ভৌমিক একই জেলার উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগ্নে।

আদালতের স্টেনোগ্রাফার শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পরই পলাতক আসামি। তিনি গ্রেফতার হওয়ার পর সাজা কার্যকর হবে।

মামলার নথি সূত্রে জানা যায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলাকেটে হত্যা করেন রাজিব কুমার ভৌমিক।

এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই শ্রী সুকমল চন্দ্র সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় হত্যা মামলা করেন। পরে মোবাইল থেকে পাওয়া মামা-ভাগ্নের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে গোয়েন্দা পুলিশ।

জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে রাজিব কুমার ভৌমিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba