আজঃ মঙ্গলবার ২২-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

রাজধানীতে ছিনতাইকারীর ছুরির আঘাতে দারাজ-কর্মী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৭ বার

রাজধানীতে ছিনতাইকারীর ছুরির আঘাতে দারাজ-কর্মী নিহত

এসবিনিউজবিডি ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার জেরে ছিনতাইকারীরই ছুরির আঘাতে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ-এর কর্মী আরমান হোসেন নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্পাঞ্চল পলিটেক এলাকায় আরমানকে ছুরি দিয়ে আঘাত করলে তাকে তার স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেন। তবে শেষ রক্ষা হয়নি তার।

রাত ৯টার দিকে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরমানের বাবা মোহাম্মদ একরাম হোসেন বলেন, “আমার ছেলে দারাজ কোম্পানির তেজগাঁও শিল্পাঞ্চলের একটি গোডাউনে কাজ করত। সন্ধ্যার পর বাসায় ফেরার পথে ছিনতাই করার সময় ছিনতাইকারীদের সে বাধা দেয়। তখন তারা আমার ছেলেকে ছুরি মারে। আমারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক জানান, সে মারা গেছে।”

“গত দুই মাস আগে আমার ছেলে তিনজন ছিনতাইকারীকে ধরিয়ে দিয়েছিল। আজ ছিনতাইকারীদের বাধা দেওয়ায় ছিনতাইকারীর হাতে খুন হলো আমার ছেলে। আমার ধারণা, যাদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল তারা এই ঘটনা ঘটিয়েছে,” যোগ করেন একরাম হোসেন।

আরমানের বাবা জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্দারমানিক গ্রামে। তেজগাঁওয়ে পলিটেকটিকের পেছনে বেগুন বাড়ি এলাকায় ৩০ বছর ধরে বসবাস করেন তারা। দুই ভাই-বোনের মধ্যে তাদের দ্বিতীয় সন্তান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অবস্থায় এক তরুণকে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba