আজঃ শনিবার ১০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

দুর্নীতির অভিযোগ ২ উপদেষ্টার সহকারীদের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৭ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ২৩ বার

দুর্নীতির অভিযোগ ২ উপদেষ্টার সহকারীদের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক

এসবিনিউজবিডি ডেস্ক: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সদ্য পদত্যাগ করা সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে।

সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

দুদক মহাপরিচালক বলেন, ‘দুজন উপদেষ্টার এপিএস, পিও- যাদের কথা আপনারা বলছেন সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করব।’

এর আগে, সকালে উপদেষ্টাদের এপিএস ও পিও-এর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ। মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে সংগঠনের নেতাকর্মীরা দুদকে আসেন। পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি জমা দেয়।

এ বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, ‘বিষয়টি (দুই উপদেষ্টার এপিএস ও পিও এর দুর্নীতি) আমাদের নজরে এসেছে। আমরা এই বিষয়ে কাজ করছি। দুদক এ জাতীয় যেকোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে অগ্রগতি শিগগিরই জানতে পারবেন।’

এর আগে, শনিবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার এক ফেসবুক পোস্টে জানান, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, 'গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে। ইতিমধ্যে অনেক তথ্য ভুলভাবে ছড়ানো হয়েছে। পদত্যাগকে অপসারণ হিসেবে প্রচার করা হয়েছে। অনুসন্ধানী তথ্য বা ব্যক্তিসাক্ষ্য ছাড়াই অনুমাননির্ভর মিডিয়া ট্রায়াল হয়েছে।'

তিনি আরও লেখেন, দুদকের অনুসন্ধানে সত্য প্রকাশ হোক, এটাই তার প্রত্যাশা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba