আজঃ শনিবার ১০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেনাপোলে জামায়াত-শিবিরের বিক্ষোভ

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১০ মে ২০২৫
  • / পঠিত : ৪ বার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেনাপোলে জামায়াত-শিবিরের বিক্ষোভ

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে বেনাপোলের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা অংশ নেন।

মিছিলটি বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বন্দর নগরী বেনাপোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।

এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশ থেকে আওয়ামী লীগের মাত্র ছয় শতাংশ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন। এখনো ৯৪ শতাংশ নেতাকর্মী দেশে অবস্থান করছেন। তারা বিভিন্ন উস্কানিমূলক কাজ করে যাচ্ছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba