আজঃ শনিবার ২৪-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

গাজীপুরের সালনায় পোশাককর্মীকে কুপিয়ে হত্যা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৩ মে ২০২৫
  • / পঠিত : ৪ বার

গাজীপুরের সালনায় পোশাককর্মীকে কুপিয়ে হত্যা

: গাজীপুর মহানগরীর সালনা ইপসা গেট এলাকায় শারমিন আক্তার নামে প্রীতি গ্রুপের এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

নিহত শারমিন আক্তার ময়মনসিংহ জেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুল হকের মেয়ে। তিনি মহানগরীর সদর থানাধীন পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থেকে স্থানীয় প্রীতি গার্মেন্টসে কাজ করতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, শারমিন আক্তার বৃহস্পতিবার ডিউটি শেষ করে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন। তিনি বাড়ির পাশে পৌঁছালে তার স্বামী তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ঘাতক স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba