- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
- শিক্ষা
- স্বাস্থ্য
মেহেরপুরে বিএনপির একপক্ষের ওপর অন্যপক্ষের হামলা, আহত ৬

- আপডেটেড: শুক্রবার ২৩ মে ২০২৫
- / পঠিত : ৪ বার
মেহেরপুরে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানসহ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির অন্য পক্ষের বিরুদ্ধে। এসময় সদস্যসচিবের গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর চালানো হয়েছে। এতে ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) সদর উপজেলার আমঝুপি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিজান মেনন, চঞ্চল, মুকুল, শাকিল, শহিদুল, মিন্টু, সানোয়ার হোসেন।
জেলা বিএনপির সদস্যসচিব কামরুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আমঝুপি গ্রামের গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমঝুপি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সাড়ে ১১টার দিকে সদস্যসচিবের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সম্মেলনে অংশ নিতে মেহেরপুর শহর থেকে রওনা দেন। আমঝুপি বাজারের সড়ক দিয়ে গন্ধরাজপুরে যেতে চাইলে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলামের নেতাকর্মীরা গাড়িবহরে বাধা দেন। এসময় ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকটি দল। একপর্যায়ে তাদের ভিন্ন পথে দিয়ে যাওয়ার কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ওই গাড়িবহর আমঝুপি সামিউল টাওয়ারের সামনের গলি দিয়ে গন্ধরাজপুরে যাওয়ার চেষ্টা করে। এসময় সাইফুল ইসলামের নেতাকর্মীর তাদের ওপর হামলা চালায়। তারা কয়েকটি মোটরসাইকেল ও কামরুল হাসানের মাইক্রোবাস ভাঙচুর করে। পরে সেখানে যায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই গাড়িবহরটি গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। হামলায় আহত ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
জানা গেছে, আহতদের মধ্যে মুকুল ও তোহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, হামলাকারীদের নিবৃত্ত করার সময় সাইফুল ইসলাম পক্ষের তিন নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ তাদের ছাড়িয়ে নিতে সাইফুল ইসমাম পক্ষের নেতাকর্মীরা আমঝুপি বাজারে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে। এতে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই তিন নেতাকর্মীকে ছেড়ে দেয় পুলিশ। এসময় তাদের সড়ক থেকে তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই সাইফুল ইসলামের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। তারা সম্মেলন বানচাল করার চেষ্টা করে৷ বিএনপির কেন্দ্র ঘোষিত মেহেরপুরের আহ্বায়ক কমিটিকে মেনে নিতে চাননি, তাই সন্ত্রাসী কায়দায় আমাদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে পাল্টা অভিযোগ করে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, বেআইনিভাবে তারা আমঝুপি ইউনিয়নের সম্মেলন করছে। আমরা বাধা দিয়েছি। তবে সদস্যসচিব কামরুল হাসানের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
ঘটনার বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের বিষয়ে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
শেয়ার নিউজ
নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন
-
সর্বশেষ
-
পপুলার