আজঃ বুধবার ২৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ফিলিস্তিনি গোষ্ঠী

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৬ মে ২০২৫
  • / পঠিত : ৯ বার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ফিলিস্তিনি গোষ্ঠী

এসবিনিউজবিডি ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (২৬ মে) হামাসের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তারা বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। যারমাধ্যমে যুদ্ধ বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ হবে ৭০ দিন। এই সময়ে ১০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

হামাসের সূত্রটি রয়টার্সকে বলেছেন, “প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রয়েছে ৭০ দিনের যুদ্ধবিরতির বদলে হামাস দুই ভাগে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলের সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে।”

অপরদিকে একই সময় দখলদার ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি থাকাসহ অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবেন। রয়টার্স জানিয়েছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই যুদ্ধবিরতির গ্যারান্টি দেবেন এবং ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের বিষয়টি দেখবেন।

চুক্তি অনুযায়ী, যেদিন থেকে যুদ্ধবিরতিটি শুরু হবে সেদিন থেকেই গাজায় শর্তবিহীন ত্রাণ প্রবেশ শুরু করবে।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ট্রাম্পের দূত স্টিভ উইটকোফ চুক্তিটির একটি খসড়া ইসরায়েলি সরকারের কাছে পাঠিয়েছেন। এখন তিনি তাদের জবাবের অপেক্ষায় আছেন।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রয়টার্সের প্রতিবেদনে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে সেটি নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের দূত স্টিভ উইটকোফ মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, “ইসরায়েল এমন অস্থায়ী যুদ্ধবিরতি চায় যেটির মাধ্যমে জীবিত ও মৃত অর্ধেক জিম্মি মুক্তি পাবে। এবং পরবর্তী আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতির পথ খোঁজা হবে। যেটিতে আমার সমর্থন রয়েছে। এ মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব রয়েছে যেটি হামাসের গ্রহণ করা উচিত।”

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba