আজঃ বুধবার ২৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে মাদক মামলায় এক নারীর ১০ বছরের কারাদণ্ড

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৬ মে ২০২৫
  • / পঠিত : ৯ বার

যশোরে মাদক মামলায় এক নারীর ১০ বছরের কারাদণ্ড

যশোরে মাদক মামলায় তাসলিমা বেগম নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৬ মে) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুর রহমান। সাজাপ্রাপ্ত তাসলিমা বেগম যশোরের শার্শা উপজেলার দৌলতপুর গ্রামের ইরাজুল ইসলাম ওরফে মিরাজুল ইসলামের স্ত্রী।

এর আগে ২০২১ সালের ২৭ ডিসেম্বর বিকেলে বেনাপোল গাতিপাড়া রোডের বড় আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাসলিমাকে আটক করে র্যাব। তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এরপর র্যাব সদস্য এসআই শফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই রোকনুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba