আজঃ সোমবার ১৩-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আন্দোলনে উত্তাল মাদাগাস্কার, ক্ষমতা দখলের ঘোষণা বিদ্রোহীদের

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১২ Oct ২০২৫
  • / পঠিত : ৭ বার

আন্দোলনে উত্তাল মাদাগাস্কার, ক্ষমতা দখলের ঘোষণা বিদ্রোহীদের

এসবিনিউজবিডিডেস্ক: সরকারবিরোধী আন্দোলনে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার। দেশটির সেনাবাহিনীর একটি বিদ্রোহী ইউনিট ইতোমধ্যে ঘোষণা করেছে, তারা দেশের সব সামরিক বাহিনীর দখলে নিচ্ছে। তবে দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলছেন, সেনাবাহিনীই ক্ষমতা দখলের চেষ্টা করছে।

এক প্রতিবেদনে রোববার (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।

দীর্ঘ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোয়েলিনাকে ক্ষমতা থেকে অপসারণে বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ।

এক বিবৃতিতে এ আন্দোলনের পেছনে বিরোধী দলের অবৈধ ও জোরপূর্বক ক্ষমতা দখলের প্রচেষ্টার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট। দিয়েছেন সেনা অভ্যুত্থানের হুঁশিয়ারিও।

এর আগে, গত সেপ্টেম্বরে মাদাগাস্কারে দীর্ঘদিন ধরে চলমান পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে প্রতিবাস সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে দেশটির সাধারণ জনগণ। যা ধীরে ধীরে চরম আকার ধারণ করে পরিণত হয়েছে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে।

গতকাল শনিবার সেনাবাহিনীর প্রশাসনিক ও টেকনিক্যাল কর্মকর্তাদের নিয়ে গঠিত ক্যাপসাট (সিএপিএটি) ইউনিট হাজারো বিক্ষোভকারীর সঙ্গে রাজধানী আন্তানানারিভোর কেন্দ্রস্থলে যোগ দেয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর এমন পদক্ষেপে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে নতুন মোড় এসেছে। এর আগে সেনাবাহিনীর এই বিদ্রোহী ইউনিট ঘোষণা করেছিল, তারা গুলির নির্দেশ মানবে না। এর পাশাপাশি তারা বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে অভিযুক্ত জেন্ডারমারিরও সমালোচনা করেছিল।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba