আজঃ বৃহস্পতিবার ১৫-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

জাপানে দক্ষ কর্মী পাঠাতে রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর আলোচনা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৩ জুন ২০২৩
  • / পঠিত : ১৩৪ বার

জাপানে দক্ষ কর্মী পাঠাতে রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর আলোচনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তারা জাপানে বিভিন্ন সেক্টরে অধিক সংখ্যক দক্ষ কর্মী পাঠানো নিয়ে আলোচনা করেন। 

বৃহস্পতিবার (২২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

বৈঠকে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও জাপানে বিভিন্ন সেক্টরে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও পরিশ্রমী মনোভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশের অবকাঠামো ও অন্যান্য খাতে সুনামের সঙ্গে কাজ করছে।

মন্ত্রী ইমরান জাপা‌নে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য রাষ্ট্রদূতকে অনু‌রোধ ক‌রেন।

এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলমসহ মন্ত্রণালয় ও ঢাকায় জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba