আজঃ বৃহস্পতিবার ২২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

একটা ভোটও কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ : সিইসি

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৪ Dec ২০২৩
  • / পঠিত : ১৭৫ বার

একটা ভোটও কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ : সিইসি

: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয় তা হলে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। 

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলনকক্ষে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার ৬ নির্বাচনি এলাকার অধিকাংশ প্রার্থী এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে; এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই এখন চাইছে— অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। অংশগ্রহণমূলক যে শব্দটি ছিল তাও এখন আর কেউ বলছে না। আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই।এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ জেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba