আজঃ বুধবার ১৪-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ঢাকায় চালু হচ্ছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের কার্যক্রম

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৬ Dec ২০২৪
  • / পঠিত : ৫২ বার

ঢাকায় চালু হচ্ছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের কার্যক্রম

ডেইলিএসবিনিউজ ডেস্ক: জর্ডানের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স (আরজে) বাংলাদেশে তার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ করেছে সায়মন এয়ার ট্র্যাভেলস লিমিটেডকে। এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে এয়ারলাইন্সটি।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সায়মন এয়ার ট্র্যাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ এ তথ্য জানান।

এখন থেকে সায়মন এয়ার ট্র্যাভেলস মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এর টিকিট বিক্রি ও বিপণন পরিষেবা প্রদানের পাশাপাশি সম্পূর্ণ গ্রাহক এবং এজেন্ট সহায়তা প্রদান করবে। ৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে অফলাইন টিকিট বিক্রি শুরু করবে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স।

আফসিয়া জান্নাত জানান, প্রাথমিক অবস্থায় অফলাইনে টিকিট বিক্রি দিয়ে বাংলাদেশে জর্ডানিয়ান এয়ারলাইন্স কার্যক্রম শুরু করলেও তা খুব দ্রুত অনলাইনে চলে আসবে। এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকে ৪৫ টিরও বেশি গন্তব্যে এবং ৫০ টিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। যে কোন যাত্রী রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট পেতে সরাসরি যোগাযোগ করতে পারেন : সায়মন সেন্টার (৬ তলা), হাউজ -৪এ , রোড -২২, গুলশান -১, ঢাকা। হটলাইন: +৮৮ ০২ ২২২২৮২২৭৩-৭৪, +৮৮ ০১৪০৪০৩৩১১০। এ ছাড়া ভিজিট করতে পারেন www .rj.com এই ঠিকানায়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba