আজঃ মঙ্গলবার ১৩-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তসহ ভুক্তভোগী পরিবারের ৮ দাবি

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৩ Dec ২০২৪
  • / পঠিত : ৪৮ বার

পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তসহ ভুক্তভোগী পরিবারের ৮ দাবি

ডেইলিএসবিনিউজ ডেস্ক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার পুনঃতদন্ত ও জেলখানায় বন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। এ সময় তারা নিজেদের ৮ দফা দাবির কথা তুলে ধরেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ দাবি জানান।

তারা বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের জন্যই এ হত্যাকাণ্ড চালিয়েছিল। অনেক বন্দির সাজা শেষ হলেও তাদের বিনা বিচারে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও বলেন, বিডিআর জওয়ানদের চাকরিতে থাকাকালীন প্রচলিত আইনে গ্রেপ্তার করা বা মামলা দেওয়ার কোন বিধান নাই। কারণ, বিডিআরের নিজস্ব আইন আছে। এরপরও সেটাই করাই হয়েছে।

এ সময় তারা ৮ দফা দাবি জানান। দাবিগুলো হলো-
১. স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করতে হবে।
২. ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের কারামুক্তি।
৩. হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করা।
৪. নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করা।
৫. সব বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮৫২০ জন) চাকরিতে পুনর্বহাল করা।
৬. সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন, ভাতা, পেনশন) ও পুনর্বাসন করা।
৭. ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস নাম পুনঃস্থাপন করা।
৮. ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba