আজঃ শুক্রবার ১৪-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিহত ৪

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১১ Jan ২০২৫
  • / পঠিত : ৫৪ বার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিহত ৪

: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনাস্থলের কাছে ঝোপ থেকে নিখোঁজ নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে ওদুদ বেপারী (৩৬), চরঝাপ্টা রমজানবেগ গ্রামের বাবুল সরকার (৪৮), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবিক (২৬) এবং নাঈম (২৪) অন্তর্ভুক্ত।

গত শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে মেঘনা নদীর কালীপুরা ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর উত্তর উপজেলা থেকে একটি ট্রলার অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গজারিয়া যাচ্ছিল, আর বিপরীত দিকে দ্রুতগতিতে চলছিল একটি স্পিডবোট। ঘন কুয়াশার কারণে স্পিডবোটটি দিক ভুলে ট্রলারের সঙ্গে ধাক্কা খায়।

এর ফলে ট্রলারটি তলিয়ে যায় এবং স্পিডবোটটি দুমড়ে-মুচড়ে যায়। প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার হলেও নাঈম নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, ঘন কুয়াশার কারণে নদীতে স্পিডবোটের সঙ্গে ট্রলারের সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba