আজঃ রবিবার ১১-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

অপপ্রচার ঠেকাতে ইসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্রে

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২০ Feb ২০২৫
  • / পঠিত : ২৯ বার

অপপ্রচার ঠেকাতে ইসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্রে

এসবিনিউজবিডি ডেস্ক:: নির্বাচনে অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের দুদিনের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম-আইএফইএস’। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

আদেশে বলা হয়, ২২ ও ২৩ ফেব্রুয়ারি আইএফইএস আয়োজিত দুই দিনব্যাপী ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ট্রেনিং’ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। কর্মসূচি উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ।

দুদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির প্রতি আস্থাহীনতা, নির্বাচনে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, অপ্রচার, ভুল তথ্য প্রচার, ভোটার নিবন্ধন যোগাযোগ ঘাটতি, দক্ষতা বৃদ্ধি ও ঘাটতি পূরণে বৈশ্বিক প্রেক্ষাপট, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) গ্রহণযোগ্য উপস্থিতি, অনলাইনে ভুল তথ্য চিহ্নিতকরণ ও ভোটারদের জন্য উৎসাহমূলক কনটেন্ট প্রচার, যোগাযোগের স্বচ্ছতা আনা প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব প্রদান করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba