আজঃ সোমবার ৩১-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

দিনাজপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ের আত্মহত্যা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৮ Mar ২০২৫
  • / পঠিত : ৭ বার

দিনাজপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ের আত্মহত্যা

এসবিনিউজবিডি ডেস্ক: দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের দুলর্ভপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

শুক্রবার (২৮ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর।

জানা যায়, নিহতরা ওই এলাকার রতন কুমার রায়ের স্ত্রী ববিতা রানী (৩০) ও শিশু কন্যা তনি রানী রায় (৭)। 

স্থানীয়রা জানান, এনজিওর কিস্তির টাকা নিয়ে কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্বামী রতন কোনো কাজকর্ম না করে অনলাইন জুয়ার খেলতেন বলে স্ত্রীর অভিযোগ ছিল। জুয়ার টাকা জোগাড় করতে সংসারে প্রায় কলহ লেগে থাকত। সেই ক্ষোভে মা ও মেয়েকে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়েছেন বলে ধারণা করছেন সবাই। 

আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেয়ে তনিকে মৃত ঘোষণা করেন এবং ববিতা রানীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান। 

এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, সঠিক ঘটনা উদঘাটনের তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba