আজঃ শুক্রবার ০৪-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বাসচাপায় বাবা-মেয়ে নিহত, হাসপাতালে আরেক মেয়েসহ মা

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৪ বার

বাসচাপায় বাবা-মেয়ে নিহত, হাসপাতালে আরেক মেয়েসহ মা

: যশোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মা, ছোট মেয়ে ও এক পথচারী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার পুলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- খুলনা মুজগুন্নী এলাকার রুবেল হোসেন (৩২) ও তার ১০ বছরের মেয়ে ঐশী। আহত হয়েছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮), ছোট মেয়ে তায়েবা (৪) এবং পথচারী যশোর সদরের কৃষ্ণবাটি এলাকার ওসমান (১৯)। রুবেল মোটর সাইকেলে শার্শার বাহিলাপোতায় শ্বশুরবাড়ি থেকে খুলনা যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শার্শার বহিলাপোতা গ্রামে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে খুলনার মুজগুন্নীতে ফিরছিলেন। পথে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা লোকাল বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল ও তার মেয়ে ঐশী বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন জেসমিন ও ছোট মেয়ে তায়েবা।

এ সময় বাসটি পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে (১৯) ধাক্কা দেয়। তিনিও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাভারণ হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ রোকোনুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba