আজঃ মঙ্গলবার ০৮-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সীমানা নির্ধারণের প্রস্তাবে এখনও অনুমোদন মেলেনি: ইসি আনোয়ারুল

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৭ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৩ বার

সীমানা নির্ধারণের প্রস্তাবে এখনও অনুমোদন মেলেনি: ইসি আনোয়ারুল

এসবিনিউজবিডি ডেস্ক: আসন্ন ত্রয়োদশ নির্বাচন ঘিরে সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কমিশন যে প্রস্তাব পাঠিয়েছিল, তা এখনও মন্ত্রিপরিষদে অনুমোদন হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। 

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সীমানা নির্ধারণের একটা প্রস্তাব আমরা মন্ত্রিপরিষদে পাঠিয়েছিলাম। এ বিষয়ে মন্ত্রিপরিষদ মিটিং করেছে। কিন্তু আমরা কেবিনেট থেকে এখনও অনুমোদন পাইনি। কেবিনেটের অনুমোদন না পেলে বিদ্যমান আইনেই নির্বাচন হবে।

তিনি বলেন, আজকে আমরা আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম। প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত করে কমিশনে প্লেস করবো। এরপর কমিশন চূড়ান্ত করবে। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করবো। আশা করি, চমৎকার আচরণবিধি হবে।

ইসি বলেন, নির্বাচনী ব্যয় ন্যূনতম রেখে শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, গ্রামীণ পর্যায়ে একেবারে লেবেল প্লেয়িং ফিল্ডে যেন প্রচার-প্রচারণা করতে পারে, সে ধরনের একটা মনোভাব নিয়ে কাজ করতে চাচ্ছি। এক্ষেত্রে আরপিও যেখানে সংশোধন করার প্রযোজন হবে, সেখানে সংশোধন করা হবে। 

নির্বাচনী প্রচারে পোস্টার না রাখতে চাওয়ার বিষয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই। সে প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে। গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে, সেগুলোও ভাবছি। আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে, সেগুলোকে শক্তিশালী করবো। দুইশ টাকা, পাঁচশ টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানোর চিন্তা-ভাবনাও চলছে। আচরণ বিধির বাইরেও পেনাল কোড আছে।

নতুন দল নিবন্ধনের প্রশ্নে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দল নিবন্ধনের যে বিজ্ঞপ্তি এতে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি রিট করেছে। এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দু’একটি দল আবেদন করেছে। ২০ তারিখ এলে বোঝা যাবে, সময় বাড়ানো হবে কি না। একটি দল আবেদন করেছে। আমাদের ধারণা ২০ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি দল আবেদন করার জন্য প্রস্তুত। বর্তমান আইন অনুযায়ী আবেদন করতে হবে। এজন্য অংশীজনদের সঙ্গেও বসবো।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba