আজঃ মঙ্গলবার ০৮-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৭ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৪ বার

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল হালিম মিঞার সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে জজ কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন,“ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল যে নির্মম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা মানবতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। জাতিসংঘ, ওআইসি ও আরব লীগসহ মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলোর নির্লিপ্ত ভূমিকায় আমরা গভীরভাবে হতাশ।”
তারা আরও বলেন, “জারজ রাষ্ট্র ইসরাইল যদি এখনই তার আগ্রাসন বন্ধ না করে, তবে মুসলিম উম্মাহ ‘মার্চ টু ফিলিস্তিন’ কর্মসূচির মাধ্যমে ইসরাইলকে উপযুক্ত জবাব দেবে।”
সমাবেশ ও মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, প্রচার ও দাওয়াহ সম্পাদক এবং জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতি মইনুদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, মাওলানা কাজী ইমদাদুল, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুন্না, অর্থ সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহ, সদর থানা সহ-সভাপতি মুফতি ওসমান গনি, ইসলামী যুব আন্দোলন যশোর জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba