আজঃ শনিবার ১০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পাকিস্তানিদের ভিসা সুবিধা বাতিল, ভারত ছাড়ার নির্দেশ

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৩ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৩০ বার

পাকিস্তানিদের ভিসা সুবিধা বাতিল, ভারত ছাড়ার নির্দেশ

এসবিনিউজবিডি ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ পোগ্রাম বাতিল করেছে ভারত। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। যারমধ্যে অন্যতম ‘ভিসা ছাড় পোগ্রাম’ বাতিল। এছাড়া পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি ভিসা পোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বলেছেন, সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের পূর্বে এ ভিসা দেওয়া হয়েছে ‘সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে’। এবং যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যের আত্তারি নিরাপত্তা চৌকি এ মুহূর্ত থেকে বন্ধ করে দেওয়া হবে।

এদিকে এর আগে এক বিশেষজ্ঞ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানয়েছিলেন, জম্মু-কাশ্মিরের হামলার ঘটনায় পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে পারে নয়াদিল্লি। দেশটির অভিযোগ, জম্মু-কাশ্মিরে বিদ্রোহীদের সহায়তা করে পাকিস্তান। যদিও এ অভিযোগ সবসময় অস্বীকার করে ইসলামাবাদ।

পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে পারে এমন কথা জানিয়েছে নয়াদিল্লিভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিসের (সিএলএডব্লিউএস) পরিচালক তারা কর্থা বলেছিলেন, “ এটি যুদ্ধের একটি কাজ। আমরা বিষয়টিকে এখন এভাবেই দেখছি। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের কয়েকদিন পরই পেহেলগামে হামলার ঘটনা ঘটল।”

তার এমন কথার কয়েক ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্ত বাতিল, পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিলের মতো সিদ্ধান্তগুলো নিয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba