আজঃ শনিবার ১০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ভারতীয় জেনারেলদের মিটিং ত্যাগের ভিডিও সম্পর্কে যা জানা গেল

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৮ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ২০ বার

ভারতীয় জেনারেলদের মিটিং ত্যাগের ভিডিও সম্পর্কে যা জানা গেল

এসবিনিউজবিডি ডেস্ক: গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হন। ভারতীয় পক্ষ থেকে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় কড়া জবাব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এমন পরিস্থিতিতে, ২৬ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভারতের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা একটি বৈঠক থেকে বেরিয়ে যাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করে বৈঠক ত্যাগ করছেন ভারতীয় জেনারেলরা। ভিডিওতে একজন বেসামরিক ব্যক্তিকেও সেনাবাহিনীকে ভর্ত্সনা করে ইংরেজিতে বলতে শোনা যায়, ‘আর্মির কিসের এত ভয়, কেন তারা পালিয়ে যাচ্ছে, এটি আমাদের জন্য লজ্জা।’

ভারতীয় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক ত্যাগ করার এই ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা এই মুহূর্তে ভারতের নেই। মোদির সভায় তা মানতে রাজি না হওয়ায় সেনাবাহিনীর জেনারেলরা ক্ষোভে বৈঠক ছেড়ে বেরিয়ে যান।’

পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই দেশই পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে, গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল, সীমান্ত ও আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা, এবং ভিসা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ভিডিওটি ছড়িয়ে পড়ায় অনেকেই মনে করেন ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ এড়াতে চাইছে।

তবে ফ্যাক্ট চেক অনুসন্ধানে উঠে এসেছে এক ভিন্ন সত্য। ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের এই ভিডিওটি বর্তমান সময়ের নয়। এটি ২০২৪ সালের ২৫ মার্চের একটি পুরনো ভিডিও, যা ভারতের পাঞ্জাব সরকারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছিল।

মূল ঘটনা ছিল, পাঞ্জাবের পাটিয়ালায় একটি রেস্টুরেন্টের গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জেরে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পুষ্পিন্দর সিং বাথ এবং তার ছেলে অঙ্গদকে পাঞ্জাবের পাটিয়ালা পুলিশের কিছু সদস্য মারধর করে আহত করে। ওই ঘটনার পরে তীব্র সমালোচনার মুখে পাঞ্জাব পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনের শেষভাগে, একজন সাধারণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে সেনাবাহিনীর প্রতি তির্যক মন্তব্য করেন, যা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে।

এছাড়া, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার আরও জানায়, ভাইরাল হওয়া ভিডিওটির সাথে পেহেলগামের হামলার কোনো সম্পৃক্ততা নেই। বরং, ভিডিওটি ২৫ মার্চের একটি ভিন্ন ঘটনার। ভারতের পাটিয়ালায় একটি পার্কিং বিবাদের ঘটনাকে কেন্দ্র করে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সুতরাং, ভাইরাল হওয়া ভিডিওটি পেহেলগাম হামলা বা পাকিস্তানের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ভারতের সামরিক বৈঠকের কোনো দৃশ্য নয়। এটি পাটিয়ালার পার্কিং বিবাদ সম্পর্কিত ২৫ মার্চের একটি পুরনো প্রেস কনফারেন্সের অংশ, যা ভুল প্রেক্ষাপটে উপস্থাপন করে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে। সূত্র: রিউমর স্ক্যানার

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba