আজঃ শনিবার ২৪-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

১৩৯ উপজেলার ভোট পড়েছে ৩৬.১ শতাংশ: ইসি আলমগীর

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১০ মে ২০২৪
  • / পঠিত : ১০৮ বার

১৩৯ উপজেলার ভোট পড়েছে ৩৬.১ শতাংশ: ইসি আলমগীর

ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথমধাপের ১৩৯ উপজেলার ৩৬.১ শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে জয়পুরহাটের ক্ষেতলালে সর্বোচ্চ ৭৩.১৬ শতাংশ এবং মিরসরাইসহ কয়েকটি উপজেলায় সর্বনিম্ম ১৭ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। 

ইসি আলমগীর বলেন, ১৩৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এরমধ্যে ৩৭টি তুচ্ছ ঘটনা বড় ভাবে দেখার সুযোগ নেই। তবে বড় একটি রাজনৈতিক দল অংশ গ্রহণ না করা, হাওর এলাকায় ধানকাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টি পড়াসহ নানা কারনে ভোটার উপস্থিতি কম হয়েছে। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি ভালো ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে বা নিচ্ছে না এটা কমিশনের বিষয় না বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba