আজঃ শনিবার ১০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

রমজানে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় আরব আমিরাতে

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০২ Mar ২০২৫
  • / পঠিত : ৬১ বার

রমজানে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় আরব আমিরাতে

এসবিনিউজবিডি ডেস্ক : রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি সুপার মার্কেট ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এরমধ্যে একটি সংস্থা ৩৫ মিলিয়ন দিরহাম ছাড় দিতে যাচ্ছে। গত মঙ্গলবার এ তথ্য জানায় আমিরাতের অর্থ মন্ত্রণালয়।

যেসব সুপার মার্কেট ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের মধ্যে রয়েছে লুলু হাইপার মার্কেট। আমিরাতজুড়ে তাদের ৬০০টি শাখা রয়েছে। তারা তাদের ৫ হাজার ৫০০ পণ্যের ওপর ৬৫ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া আরেকটি সুপার মার্কেট জায়ান্ট তাদের ৫ হাজারের বেশি পণ্যে প্রায় ৬০ শতাংশ ছাড় দিচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারউইস।

পবিত্র রমজান মাস শুরুর আগে থেকেই আমিরাতে বিপুল পণ্য আসতে থাকে। এরমধ্যে দুবাইয়ের আল আওয়ার ফল ও সবজির মার্কেটে প্রতিদিন ১৫ হাজার টন করে পণ্য আসছিল। অপরদিকে আবুধাবিতে আসছিল ৬ হাজার টন পণ্য। পবিত্র রমজানের সময় স্থানীয় বাজারে যেন পর্যাপ্ত পরিমাণ পণ্য থাকে সেটি নিশ্চিত করতে সবাই কাজ করছে বলেও জানান অর্থ মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।

এছাড়া রমজানের সময় ভোজ্য তেল, ডিম, দুগ্ধ পণ্য, চাউল, চিনি, পোলট্রি, শিম, রুটি এবং ময়দার দাম যেন কোনো সুপার মার্কেট বাড়াতে না পারে সেজন্য পুরো রমজানজুড়ে ৪২০ বার অনুসন্ধান চালাবেন তারা।

অন্যান্য সময়ের তুলনায় রমজানে আমিরাতে সব পণ্যের চাহিদা বাড়ে। এ সময়ে কোনো অসাধু ব্যক্তি যেন অতিরিক্ত মুনাফা অর্জন না করতে পারে সেটি নিশ্চিত করার চেষ্টা করে দেশটির সরকার। সূত্র: খালিজ টাইমস

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba